স্মৃতি মনে পড়ে গেল
১৯৬১ সালে রানী এলিজাবেথ পূর্ব পাকিস্তানে এসেছিলেন। সময় টিভি সেই ভিডিও ফুটেজ দেখাল।রানী এলিজাবেথ স্টিমারে বুড়িগঙ্গায় নৌবিহার করেছিলেন।
জিপে উনার সাথে তখনকার পূর্ব পাকিস্তানের জনপ্রিয় গভর্নর আজম খানকে দেখা গেল।
আমার হঠাৎ একটা স্মৃতি মনে পড়ে গেল।
ক্লাস থ্রি বা ফোর এ,
সিলেট স্টেডিয়ামে স্কাউটও কাব স্কাউট এর কুচকাওয়াজ ছিল, ওখানে গভর্নর আজম খান এসেছিল। আমরা বাচ্চারা উনার সাথে হ্যান্ডশেক করতে গিয়েছিলাম।
আমি উনার বুড়োআঙ্গুলটার নাগাল পেয়ে ছিলাম।
হঠাৎ করেই ধূমকেতুর মতো স্মৃতিপটে ঘটনাটি ভেসে উঠলো।