বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!
কিন্তু শুধুমাত্র বিশ্বাসে কি মেওয়া ফলে!
বিশ্বাস একটা প্রবাববালিটি থিওরির মধ্যে ঘূর্ণিপাকে ঘুরতে থাকে, শূন্য থেকে একশোর মধ্যে।
বিশ্বাস যখন ৯৯.৯ % ; তখন একিন এর জন্ম হয়।
অর্থাৎ বিশ্বাস একিনে রূপান্তরিত হয়, তখন অদৃশ্যকে বাস্তব মনে হয়।
একিনের সাথে ঈমান সাংঘর্ষিক নয়, তবে বিশ্বাসের সাথে ঈমান সাংঘর্ষিক। উহুদের যুদ্ধে এক সাহাবা খেজুর খাচ্ছিলেন, এমন সময় রসূলুল্লাহ (স:) কাছ থেকে উনি জ্ঞাত হলেন যে শহীদ হলে তৎক্ষণাৎ জান্নাত প্রাপ্তি ঘটে। ওই সাহাবীর মধ্যে একিন ছিল বিধায় উনি খেজুরগুলোর ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র বিশ্বাস করে বা বিশ্বাসে দুদুল্যমান ব্যক্তির পক্ষে ওইগুলো সম্ভব নয়।
প্রথম জমানা বা স্বর্ণযুগের মুসলমানদের মধ্যে একিন ছিল এবং *বর্তমান যুগের মুসলমানদের মধ্যে বিশ্বাস আছে, কিন্তু একিন দোদুল্যমান।