বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!

0

কিন্তু শুধুমাত্র বিশ্বাসে কি মেওয়া ফলে!

বিশ্বাস একটা প্রবাববালিটি থিওরির মধ্যে ঘূর্ণিপাকে ঘুরতে থাকে, শূন্য থেকে একশোর মধ্যে।

বিশ্বাস যখন ৯৯.৯ % ; তখন একিন এর জন্ম হয়।

অর্থাৎ বিশ্বাস একিনে রূপান্তরিত হয়, তখন অদৃশ্যকে বাস্তব মনে হয়।

প্রথম জমানা বা স্বর্ণযুগের মুসলমানদের মধ্যে একিন ছিল এবং *বর্তমান যুগের মুসলমানদের মধ্যে বিশ্বাস আছে, কিন্তু একিন দোদুল্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *