অবসর
বয়সটা পেরিয়ে গেল ষাট,
বারান্দায় ইজি চেয়ার,
বসে বসে সময় কাটানো
অবসরের নিষ্কাম মজা।
আমাদের বাবা দাদারা,
বার্ধক্যে ও কমতি ছিল না,
ভালোবাসা আর সম্মানের,
ইজি চেয়ারে স্নিগ্ধ অবসর ।
এখন জীবিকার ধারা চলমান,
বিত্তের অহংকার সমুন্নত রাখতে,
বার্ধক্যকেও জীবিকার দৌড়
বিদ্যমান।
চারিদিকে অশান্তি
পরিবার পদ্ধতিতে ফাটল,
ডিভোর্সের ঘনঘটা,
বার্ধক্যকেও সন্তানের জন্য উৎকণ্ঠা।
নাকে দড়ি লাগানো
ঘুরছি কতকাল,
জীবনের ঘুরপাকে জীবন চলে,
মরুদ্যানের আশায়।
তৃষ্ণার্ত পাখির মত
শূন্য থেকে জীবন
সময় চলে শূন্যতায়
শূন্যের পাশে শুধু শূন্য
শুন্য থেকেই মৃত্যু।
Very good writer and poet. Congratulation.
Engr Sheikh Al Amin