জুলাই বিপ্লবের বিজয় কেতন
পাখির মতো মানুষ মরে
এ কোন দেশে আমার বসবাস
আকাশে বাতাসে বারুদের গন্ধ
আপাদ মস্তক সর্বনাশ।
প্রতি সেকেন্ডে বুলেট ছুটবে,
ফ্যাসিবাদের হুংকার,
বছর বছর হত্যার ইশারা
নিষ্ঠুর কথাকলির ঝংকার।
আমরা সবাই মুক্তিযোদ্ধা
বীর মুক্তিযোদ্ধার সন্তান
আমজনতার স্মরণে থাকবে
আমার পিতার বলিদান।
রাজাকার নই আমরা
রাজাকার নামটি বিলুপ্ত
তরুণ প্রজন্মের হাতে
বিজয় কেতন
একটি নতুন সকালের জন্য।