কুরআন কি আমার আপনার সাথে আছে?
সাধারণভাবে একটা কথা বলা হয়,
নামাজ রোজা হজ যাকাতের সমন্বয়ে ইসলাম পালিত হয়। কুরআনকে এখানে এক পাশে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যে কোরআন শরীফকে আল্লাহতায়ালা আমাদের জন্যই নাযিল করেছেন,
যাতে রয়েছে আমাদের পথ চলার নির্দেশনা, দুনিয়ার চাকচিক্য থেকে ও হারাম থেকে বেঁচে কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় ,
তার তত্ত,ও তথ্য__সেই কোরআনকে ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করা কি সম্ভব?
কুরআনকে সম্মান করে কুরআন শরীফকে চুমু খাওয়া এবং কভার লাগিয়ে কোরআন শরীফ কে উচ্চস্থানে রেখে দেওয়া, কুরআনের বাণীগুলোকে তাবিজ হিসেবে ব্যবহার করা—–এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন?
সূরা আল ফাতের আয়াত ২৯ যেসব লোক আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে আর আমরা তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা হতে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে তারা অবশ্যই এমন এক ব্যবসায়ের জন্য আশাবাদী যাতে কখনোই লোকসান হবে না।
উপরুক্ত আয়াতে
আল্লাহ নামাজ কায়েমের সাথে সাথে কুরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াত মানুষের ভিতরের নূরকে জাগিয়ে তোলে।
_ কুরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন, অর্থসহ কোরআন মজিদ পড়তে হবে, বুঝার চেষ্টা করতে হবে,চিন্তাভাবনা করতে হবে, কুরআনের আয়াতসমুহ নিয়ে, প্রয়োজনীয় গবেষণা করতে হবে, _কেবলমাত্র তখনই মুসলমান নিজের জীবনে কোরআনের সমস্ত আদেশ-নিদেশ প্রয়োগ করার সক্ষমতা অর্জন করবে।
দুনিয়ার কোন জায়গাই শূন্য থাকে না, ফেরেশতারা তা দখল করে রাখে অথবা সুযোগ পেলে শয়তান তা দখল করে ফেলে যখন সেখানে কোরআন থাকেনা।
অবহেলায় কুরআন ছেড়ে দিয়ে, কোরআনের তাৎপর্যে বুঝতে না পেরে ,
কোরআনের মর্ম বাণী বুঝতে না পারে ,
মুসলমান উম্মাহ আজ দিকভ্রষ্ট পথভ্রষ্ট দিশেহারা।
The other day, while I was at work, my cousin stole my
apple ipad and tested to see if it can survive
a 25 foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now destroyed and she has 83 views.
I know this is totally off topic but I had to share it
with someone!
Howdy this is kind of of off topic but I was wondering if blogs use WYSIWYG editors
or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have
no coding skills so I wanted to get advice from someone with experience.
Any help would be enormously appreciated!
কুরআন শরীফের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। কুরআনের বাণীগুলোকে তাবিজ হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং তা বুঝে আমল করা জরুরি। কুরআনকে উচ্চস্থানে রাখা এবং এর প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের ঈমানের অংশ। তবে, কুরআনের মূল উদ্দেশ্য হলো এর শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা। আমরা কি কুরআনের সঠিক ব্যবহার ও এর শিক্ষা সম্পর্কে সচেতন?