গণতন্ত্রের মৃত্যুদণ্ড
গণতন্ত্রকে দিয়েছ মৃত্যুদন্ড
মানবতার যাবজ্জীবন কারাদণ্ড
দুর্নীতির কদাচিৎ লঘুদন্ড,
বিচার মূল্যবোধ খন্ড খন্ড।
হতাশার সাগরে সন্তরণ,
ঢুকরে ঢুকরে পথ চলা,
চোখে পরেছি ঠুলি
যন্ত্রণায় কাটে বেলা ।
অমানিশা অন্ধকার দেখি
আকাশে দুর্যোগের ঘনঘটা,
মুখোশ হায়নারা চারিপাশে,
আতঙ্কে কাপে কলিজাটা।
অবশেষে জুলাই বিপ্লব
রক্তের হোলি খেলা
নতুন সকালের বিজয়কেতন
চারিদিকে আনন্দের মেলা।