ভালোবাসার শাসন
আদর করে যে
সেই শুনায় ভাষণ
পাগল করা কথাগুলো,
ভালোবাসার শাসন।
তবুও ক্ষমা চাই
হাত বাড়াই তোমায় পেতে
সোহাগের মাতামাতিতে
উঠবে তুমি মেতে।
ভালোবাসায় সিক্ত মোর প্রাণ
অবুঝ হৃদয় কাঁদে
আর কত রাগ
আর কত অভিমান।
তোমার প্রেমে হয়েছি নির্বাক,
হৃদয় হলো দিশেহারা,
এ কোন মায়াবীর মায়া,
শুধুই বেদনার ছায়া।
সবকিছুই পেছনে ফেলে
তোমায় আমি ভালোবাসি,
হৃদয় কাঁদে তোমায় পেতে
দেখতে তোমার মধুর হাসি।