পাপ
সুন্দরকে দেখি অপলক চোখে
সৃষ্টির সৌন্দর্য
অপরূপ কারুকার্য
মানব হৃদয়ে বিমোহিত
সুধা পান গহীন মনে।
প্রতিক্ষণ প্রাণের আকুলতা
দৃষ্টিতে আছে পাপ।
সৌন্দর্যের পিপাসা হৃদয়ে
পরান মানেনা বাধ।
আগে দর্শনধারী
তারপর গুণবিচারী
অগুনের আড়ালে সুন্দর হাসে
গোবরে পদ্মফুল ও ফোটে।
হে খোদা!
তুমিও কি সুন্দরের পূজারী,
মানবের জন্য রেখেছো
সত্তর হাজার হুরী।