ভ্যাকসিন ও মানবতা
করোনা ভ্যাকসিন নিয়ে চলছে
অর্থের খেলা
সম্পদের বড়াই।
ধনী-দরিদ্রের বৈষম্য
বর্ণবৈষম্য,
সূর্যের আলোর মত পরিষ্কার
মানবতা আবার পরাজিত।
অর্থ ও ক্ষমতার প্রতাপে
ধনী দেশগুলোর হাতে কুক্ষিগত
সিংহভাগ ভ্যাকসিন।
ধনী দেশ গুলোতে বুস্টার এর মহড়া,
দরিদ্র দেশ তাকিয়ে আকাশে,
যদি হয় ভ্যাকসিন বৃষ্টি।
পশ্চিমা ভন্ডদের মুখেই শোনা যায়
মানবতার বুলি।
ড্রোন উড়ে আকাশে
নিরীহ মানুষের হত্যা
আর জিঘাংসার নেশায়।
কোভিট দেখিয়ে দিলো
পশ্চিমা ভন্ডদের তামাশা
শতাব্দী অভিশাপে অভিশপ্ত
এই পৃথিবী,
আবার থমকে দাঁড়ায়।
You created a nice blog and it is very good idea. Keep it up.
Thanks dosto.