পাষাণের কান্না
পাষাণের কান্নার গল্প,
সুদূর অতীতের স্মৃতি কথা।
পাষানের হৃদয় চিরে অশ্রু ঝরে
একাকিত্বের দুর্বিষহ জ্বালা
চৈত্রের কাঠফাটা রোদ
পিপাসায় প্রাণ ওষ্ঠাগত।
ঘরের মালিক ঘরে আসতেই
চারিদিকে শোরগোল হুটোপুটি
রাজকীয় উষ্ণ অভ্যর্থনা।
গল্পের মত,
আমিও শূন্য ঘরের মালিক
সম্পূর্ণ একা,
বিধ্বস্ত একাকিত্বের জ্বালায়।
যখন ঘরে ঢুকি
একাকীত্ব আমায় গ্রাস করে,
শুধু ঘরের ইট পাথর
কাঠের আসবাবপত্র,
গাড়ো সবুজ খেজুর গাছ টা
আর দোলনাটার
অপলক দৃষ্টি
উষ্ণ অভ্যর্থনার সমারোহ।
পাশানের কান্নার সেই গল্পে,
ঘরের মালিক শুনতে পায়
কাচের রিনিঝিনি শব্দ,।
আমিও শুনতে পাই,
ফিসফিস কথা,
মৃদু হাসির ঝংকার।