ভোর
ফজরের আজানে ঘুম ভাঙ্গে
ওযু আর নামাজ শেষে
প্রকৃতির নিরব নিস্তব্ধতায়
কোরআন পড়ি নিবিষ্ট মনে।
ধীরে ধীরে ফর্সা হয় ধারিত্রি
কালো চাদরের উম্মোচন।
শুনি পাখির কলতান
ভোরের নরম রোদ্দুর
স্নিগ্ধ শীতল হাওয়া
ঝিরঝির বহমান।
ঘুমের আবেশে জড়িয়ে দুচোখ
অপার সিগ্নতায়
কোরআন তেলাওয়াতের মূর্ছনায়,
হৃদয়ের মনে
ভালোলাগার অদ্ভুত ঝংকার।