স্ত্রী
যদি দাও এক সাগর
ভালবাসা,
পাবে সাত সাগর
সাথে অমৃতসুধা।
যদি তুমি মুচকি হাসো,
তার টোলপড়া মধুর হাসিতে
হৃদয়ে পাবে
বসন্তের সুবাতাস।
স্ত্রীর সাথে একটি সুন্দর বাসর
পিতৃত্বের অহংকারে
তুমি হবে উদ্ভাসিত।
যদি তাকে দাও, একটি ঘর
বানাবে সে রাজপ্রাসাদ,
কানায় কানায় পূর্ণ তখন
তোমার জীবন সাম্পান।
নারী সবসময়ই শ্রেষ্ঠতর
দিতে পারে অফুরন্ত বিনিময়।
সংসার সুখের হয় রমনীর গুনে
যদি স্বামীর ভালোবাসা
গুন গুনায় তার মনে।
সাধু সাবধান!
ছুড়বে না কখনো ঢিল
বিনিময়ের পাবে পাটকেল।
জীবন হবে দুর্বিষহ
বেদনার বেদনার রং এ নীল!