বধু বিহনে
নির্জনতা একাকীত্ব
হৃদয়ে শূন্যতা
ঘরটা খাঁখাঁ মরুভূমি
প্রেয়সীর শূন্যতায়
সব বিরান সব ফাকা।
ঠাঁই নাই ঠাঁই নাই
নৌকা গিয়েছে ভরে
অজলা ভরে দিয়েছো শুধা
মনটা কেঁদে মরে।
কেড়েছ চোখের ঘুম
রাতের তারা গুনে,
সময় থেমে আছে
বিষাদ ভরা মনে
শুধুই যাতনা ভরা।
চারিদিক নিস্তব্ধ
কেটে যায় প্রহর,
ঘুম দেবী দিয়েছি আড়ি
আসেন আমার বাড়ি,
গলি দিয়ে চলে যায়।