জন্ম থেকে জ্বলছি
স্বাধীনতার পর থেকে
আগুন নিয়ে খেলছি,
দা-কুড়াল বল্লম নিয়ে ছুটছি
ফসকে যাচ্ছে রক্তচোষা,
লম্বা জিব্বার কালো দানব,
তবুও আমি ছুটছি।
ওরা কালোবাজারি ওরা মুনাফাখোর
থাকে ঘাপটি মেরে
মুখে মোখষ,
সুযোগ পেলেই ছোবল
নাই মায়া,নাই বিবেক,
মানবতার পরাজয়।
জন্ম থেকে জ্বলছি।
ওরা দেশের শত্রু,
স্বাধীনতার দুশমন
ওদের জ্বালাতে গিয়ে
নিজেই জ্বলে পুড়ে অঙ্গার,
তবুও ছুটছি,
জন্ম থেকে জ্বলছি।
ওরা মধ্যস্বত্বভোগী
ওরা কাল দানব
ওরা লাগায়,
বাজারে আগুন।
মধ্যবিত্তের নাভিশ্বাস নিম্নবিত্তের হাহাকার
হতদরিদ্রের জোটেনা আহার।
হোমরা চোমরা দুর্বৃত্তরা ওদের দেয় ছায়া,
লুটেপুটে খায়
নাই কোন হায়া।
জন্ম থেকে জ্বলছি।
যন্ত্রমানবের কষাঘাতে নিদারুণ মৃত্যু রাস্তাঘাটে,
নিরাপদ সড়কের আন্দোলন,
স্কুলছাত্রদের অংশগ্রহণ,
সরকারের ভ্রূকুটিতে,
আন্দোলন ধুলিস্যাৎ
ট্রাক ড্রাইভারের কাষ্ঠহাসির মহোৎসব,
তাই জন্ম থেকেই জ্বলছি।