মানব জন্ম
মানব হয়ে কেন জন্মালাম
কেন পাখি নয়!
অথবা গাংচিল।
ভোরের পাখিরা উড়ে আকাশে
যায় সীমানা ছাড়িয়ে
সন্ধ্যায় ফিরে আছে নীড়ে উদরপূর্তি তখন।
পশুরাজ সিংহ আইয়াসে ঘুরে বেড়ায় হেলে দুলে,
জঙ্গলটা রাজত্ব,
খাবারের জন্য নাই
ছোটাছুটি,
নাস্তায় জুটে যায় হরিণ শাবক,
দু-একটি লম্ফ,
ঘাড় মটকানো শুধু।
বিচিত্র এ পৃথিবীতে মানবের জুটে না অন্ন,
দুবেলা খাবারের সন্ধানে,
জীবন সংগ্রামের
অহর্নিশ পরিশ্রান্ত।
পশুপাখি জানোয়ারের
নাই কোন চাকরি,
নাই জীবিকার কর্ম,
খাবারই ঘুরে আশেপাশে
জীবন তাদের ধন্য।
শতাব্দীর অভিশাপে
অভিশপ্ত মানব জন্ম,
সংসারের ঘানি
জীবনের গ্লানি,
দুঃসহ যাতনায় ধন্য।