সন্দেহের দোলা
আসমানের দিকে তাকাও আবার তাকাও
বারবার ফিরে আসবে দৃষ্টি
কোথাও কি কোন ত্রুটি দেখতে পাও?
তবুও সন্দেহের দোলায় দুলছো তুমি।
রাতের আকাশে নক্ষত্রের মেলা
কোটি কোটি বছর পূর্বের আলোর বিচ্ছুরণ,
সাত আসমান খুটি ছাড়া,
তবুও সন্দেহের দোলায় দুলছে তুমি।
সমুদ্রে সাইক্লোন
বিশাল ঢেউয়ের তাণ্ডব
ঢেউয়ের পর ঢেউ,
সাদা আলোর বিচ্ছুরণ
তবুও সন্দেহের দোলায় দুলছে তুমি।
সুপারনোভায় নক্ষত্র ভেঙে খান খান,
ব্ল্যাক হলে জগতের অন্তর্ধান,
সৃষ্টির শুরু তে, বিগব্যাং বা মহা বিস্ফোরণ
চৌদ্দশ বছর আগের ওহীতে,
ইঙ্গিতপূর্ণ সেই মহাক্ষণ,
তবুও সন্দেহের দোলায় দুলছো তুমি।
জীবন পার করেছ
নিশ্বাস নিয়েছ
অক্সিজেন ভুরি ভুরি,
নিয়ামতের মূল্য করনি কো, পরিশোধ,
লক্ষ টাকায় কিনছো অক্সিজেন,
করনার মহাক্রোধ,
তবুও সন্দেহের দোলায় দুলছো তুমি।