একটি বৃক্ষ ধীরে ধীরে বেড়ে উঠে,
তাকে ঘিরে ডালপালা।
সবুজ পাতার সমারোহে
গর্বিত অস্তিত্ব নিয়ে দণ্ডায়মান।
রোদ বৃষ্টি থেকে
আহরণ করে তার জীবন রশ্মি,।
ডালপালাগুলো সন্তানের মত
, তার সাথে নিবিষ্ট বন্ধন।
তারাই বৃক্ষের প্রান ও সৌন্দর্য।
ডালপালাগুলো কেটে দাও
একা একা মুলকান্ড টি পারেনা দাঁড়িয়ে থাকতে বেশি দিন,
সন্তান বিহানে তারও জীবননাশ,
পরিণত হয় শুকনো খরিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *