বিবর্ণ পৃথিবী
বিরামহীন তুষারপাত অসময়ে বরফের তাণ্ডব
ঠান্ডায়,
ব্রংকোনিউমোনিয়া
পৃথিবী কাশছে,
খুক খুক খুক।
পারদ এর মাত্রা উঁচুতে
গরমে প্রাণ ওষ্ঠাগত
অহর্নিশ যন্ত্রনা,
পৃথিবীর ঘামছে।
সাইক্লোন হেরিকেন জলোচ্ছ্বাসের তাণ্ডব,
স্থলভাগ সংকুচিত
পৃথিবীর হাহাকার।
তাপমাত্রা যদি,
বাড়ে তিন,
সুখ-শান্তি হবে বিলীন,
মাত্রাহীন গরম ও ঠান্ডায়
থমকে দাঁড়াবে সভ্যতা,
ভবিষ্যৎ প্রজন্মের
অশনি সংকেত।
শতাব্দী অভিশাপে অভিশপ্ত, এ পৃথিবী
মানুষের জীবন বিপর্যস্ত বিষময়,
চাঁদে তাই জমি কেনার হিড়িক,
জীবন সেখানে স্বপ্নময়।