পশ্চিমা ভন্ডামি
নাইন ইলেভেন
ওসামা বিন লাদেন
ধ্বংস হলো টুইন টাওয়ার
আফগান পাহাড় থেকে এসেছিল মিজাইল!
শতাব্দীর সেরা পরিহাস
লেখা হলো মিথ্যা ইতিহাস।
সাদ্দামের মারণাস্ত্র,
মিথ্যা প্রোপাগান্ডা,
ব্লেয়ারের কুট বুদ্ধিতে,
ধ্বংস হলো ইরাক
বলি হলো লক্ষ লক্ষ প্রাণ।
পশ্চিমা বিশ্বের ধোঁকাবাজি
মিডিয়ার কারসাজি,
রাতকে করে দিন
নিজের মনের মত,
মূল্যবোধ যেখানে বিলীন।
সৌদির সালমান, মিশরের সিসি,
পশ্চিমার আজ্ঞাবহ দাস,
নাকে খত দিয়ে,
করেছে সিংহাসন সুরক্ষিত
সম্পদ কুক্ষিগত,
ভাগ বাটোয়ারা
পশ্চিমাদের সাথে।
অত্যন্ত সঠিক বিশ্লেষণ। শব্দ চয়নে এবং বিন্যাসে স্থূলতা বর্জিত পরিপাটি প্রকাশ।