নিঃসঙ্গ
আমি যে একা
নীড় হারা পাখি
বেদনা বিধুর মন,
পথ চেয়ে বসে থাকি।
রাতের বিছানাটা ফাঁকা
হৃদয়ের মনে তার ছবি আঁকা।
দিন যায় মাস যায় বছর এলো ঘুরে
হারানো প্রিয়ার খোঁজে মন মোর পুড়ে।
একা একা প্রাণ কাঁদে নাই মুখে হাসি
করুন সুরে বাজে বেদনার বাঁশি।
শতাব্দী অভিযোগে অভিযুক্ত
নিঃসঙ্গ পৃথিবী,
চাঁদ হেসে বলে আমি
তোমার সাথী।