গোলাপ কুঁড়ির রহস্য
গোলাপ কুঁড়ির মোড়ানো
পাপড়ির রহস্য,
অজানা!
যতক্ষণ না,
গোলাপ প্রস্ফুটিত হয়।
মানুষ বিমোহিত
নকশার কারুকার্যে,
অপরূপ সৌন্দর্যে।
বান্দর সাধ্য নেই বুঝতে
মোড়ানো পাপড়ির রহস্য,
যখন সে ঘুমন্ত!
বান্দর হাতে মোড়ানো পাপড়ি ,
অকালে ঝরে গোলাপ,
প্রস্ফুটিত না হয়েই,
হয়না রহস্যের উন্মোচন।
আমাদের জীবনের রহস্য
গোলাপ কুড়ির মতোই
খোদার জিম্মায় মোড়ানো থাক,
প্রস্ফুটিত হবে বেহেশতের বাগানে।