গোলাপ কুঁড়ি ও রহস্য
গোলাপ কুঁড়ির মোড়ানো পাতায় পাতায়
অজানা রহস্য
উন্মোচিত হবে প্রস্ফুটিত গোলাপে।
বিমোহিত মানবের অপলক দৃষ্টি
নকশার কারুকার্য
রঙের অপরূপ মেলা
সৃষ্টি উল্লাসের খেলা।
সাদা গোলাপ লাল গোলাপ
রংয়ের অপরূপ বাহার
সুগন্ধ ছড়ায়
ঝিরঝির বাতাসে,
মানব মনে আনন্দের মূর্ছনা।
গোলাপ কুঁড়ির রহস্য অজানা
অপ্রস্ফুটিত গোলাপ কুঁড়ি
রহস্যভরা,
পাপড়ি মেলার অপেক্ষায়
থরথর কম্পমান।
মানব জীবন
গোলাপ কুঁড়ির মত রহস্যঘেরা,
খোদার জিম্মায়,
উন্মোচিত হবে বেহেশতের বাগানে।