আমরা হব মুসলমান
সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত
মূর্ছনায় ভরে যায়
হৃদয় খানি
অপার শান্তি মনে,
খোদাার অমূল্য দান।
কোরআন আসে নাই শুধু,
তেলাওয়াতের জন্য
তাবিজ, পানি পড়ায়
মোমিনের তসবিহ জপায়,
চরিত্র হয় না খাঁটি,
হারিয়ে যায়
কোরআনের মর্মবাণী।?
কোরআনের মাহাত্ম্য ছিল
সেই স্বর্ণযুগে,
চিন্তা-গবেষণা,ও কর্মে,
বদলেছিল জীবনখানা
অকুতোভয় মুসলমান
পৃথিবীতে এনেছিলো বিস্ময়
আর সম্মান।
কোরআন এসেছে জীবনের তরে
এতো শুধু নয়,
নিষ্প্রাণ বইয়ের পাতা,
চিন্তা-গবেষণায়,
বদলাবে জীবন – মান
আমরা হব মুসলমান।