জীবন সন্ধ্যা
জীবন সন্ধ্যায় মনে বড় শংকা
আঁধারে হারিয়ে যাব
এসেছে সেই দিনটা।
হেসে খেলে কেটেছে দিন
করম করি নাই ভুবনে,
বিদায়ের ঘন্টা বাজে
শুনি তা বিষন্ন মনে।
জানিনা কি আছে ললাটে
মনে শুধু সংশয়
আশার বাণী শোনাতে
খোদার গফফার নাম
মনে পড়ে ।
তার প্রেমের এক ফোঁটাও আসেনি কো,এই ভুবনে
তাহলে কিসের ভয়
আমার মহান খোদার আসরে!
ক্ষমা পেয়ে ধন্য হব
থাকবো মহা আদরে
আমার খোদা তাই,
গাফফার নাম ধরে।