ছাত্রদের আন্দোলন, না বিএনপির আন্দোলন

0

বৈষম্য বিরোধী ছাত্রদের আট দফা আন্দোলন এক পর্যায়ে এসে,

*এক দফা আন্দোলনে রূপান্তরিত হল যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হলো।*

* আজ ২৬ শে চ্যানেল আইয়ে প্রচারিত জিল্লুরের তৃতীয় মাত্রায় বিএনপির জনাব মিল্লাত সাহেব বললেন,

*ওই এক দফা আন্দোলন ছিল বিএনপি’র এবং সেটাই বৈষম্য বিরোধী ছাত্ররা, আন্দোলনের শেষ পর্যায়ে ব্যবহার করেছিল বা চুরি করে নিয়েছিল*।

অর্থাৎ ছাত্ররা এক দফার আন্দোলন আবিষ্কার করে নাই, বিএনপি আবিষ্কার করেছিল বহু পূর্বেই,প্রায় আট বছর আগে থেকে, সেটাই শেষ পর্যায়ে ছাত্ররা ব্যবহার করেছে।

৪৫ মিনিটে টকশোতে বিএনপি নেতা *মিল্লাত সাহেব বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ভূমিকার অবমূল্যায়ন করার চেষ্টায় ব্যস্ত ছিলেন।*

উপরোক্ত টকশোতে উনার বিপরীতে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সমকালের যুগ্ম সম্পাদক ও কবি জনাব আজিজ।

উনি তীব্র ভাষায়, ছাত্রদের আন্দোলনের বিপক্ষের বক্তব্যকে সমালোচনা করেন। উনি বারবার বলেছেন যে, ছাত্ররাই স্বৈরাচার * *শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় সম্মুখ সমরে ছিল* *এবং একটা বিশাল দানবকে পরাজিত করেছে রক্তের বিনিময়ে।

এবং

*ছাত্রদের আকাঙ্ক্ষা এরকম একটা সরকার যে ইচ্ছে করলেই দানবের রূপান্তরিত হতে পারবে,না, স্বৈরাচারী ভূমিকায় নামতে পারবে না।*

সেজন্যই ছাত্ররা সংস্কার চায়।

জনাব বিল্লাহ সাহেব এক পর্যায়ে বলে উঠলেন এভাবেই সবাই ছাত্রদের মাথায় তুলে দেশের সর্বনাশ করছে।বিএনপির অনেক নেতার মত মিল্লাত সাহেব ও ছাত্রদের অবদান স্বীকার করতে প্রস্তুত নন।

কবি আজিজ বলেন, পনেরোটি বছর আপনারা(বিএনপি) কিছুই করতে পারেন নাই,

*রাতের ভোট হয়েছে, সকালের ভোট হয়েছে*;

এখন আপনারা ছিনতাই বাণিজ্যের আদলে বিপ্লবের বিজয় ছিনিয়ে নিতে চাচ্ছেন!

মডারেটর হিসেবে তৃতীয় মাত্রার জিল্লুরের ভূমিকা অস্পষ্ট এবং একপেশে। উনার অবস্থান বিএনপি ঘেসা।

**২৬ শে জানুয়ারি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *