সময়
এক সময়
সময়ের পিছে দৌড়াতে হতো। সময় মত কাজ করার জন্য অনেক অংক কষতে হতো। সময়ের অভাবে অনেক কাজ করা সম্ভব হতো না।
এখন সময়ের ছুটির ঘন্টা বেজে গেছে। কম আর বেশি সবাই অবসরের ফান্দে বন্দী।
কাজ নেই। শুধু আকাজের কাজ শত শত আনন্দের আয়োজনে, যতটা সম্ভব হয় ততটাই।
কিন্তু সময় তো শেষ হয় না!
টিভির বদৌলতে মোবাইলের বদলাতে আংশিক সময়ে সব ব্যবহার হয় বটে। ছেলে মেয়ে ডানা মেলেছে আকাশে উড়ছে, কখনো কখনো তাদের দেখা পাওয়া যায়।
নাতিরাও ট্যাবলেট বা মোবাইল নিয়ে ব্যস্ত সেটাই তাদের দুনিয়া।
আমরা যারা নানা হয়েছি,
দাদা হয়েছি তারা এখন অনেক অবহেলিত।
ছোটবেলা থেকে শুনেছি
সময় অতি মূল্যবান ,
সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে
সময় চলে গেলে আর সে সময় ফিরে আসে না।
কিন্তু অবসরের ঘূর্ণিপাকে আমাদের অলস সময় বারবার ফিরে আসে!