এক রানীর গল্প।
যুগের পর যুগ চলে গেছে, রানীর গদী ছিল অক্ষুন্ন। বয়সের ভারে ন্যুব্জ হওয়া সত্ত্বেও তিনি গদি ছেড়ে দেননি, তিনি ক্ষমতার বাইরে যেতে আগ্রহী ছিলেন না।অক্ষম শারীরিক অবস্থায়ও সিংহাসনে ধরে থেকেছেন, এব্যাপারে তিনি তার জীবন কালে বিন্দুমাত্র ছাড় দেন নাই। সিংহাসনের জন্য অপেক্ষা করতে করতে তার বড় ছেলের দুই পা” প্রায় কবরে চলে গেছে। সম্পদ ও
ক্ষমতালিপ্সা মানুষকে অন্ধ করে দেয়,
কেবলমাত্র মৃত্যু এসে যবনিকা ঘটায়, কারণ মৃত্যুই একমাত্র ফায়সালা।
সুরা তাকাসুর এর ঐশী বাণী “তোমরা কবরে না পৌঁছা পর্যন্ত, টাকা পয়সা ধন সম্পদের প্রতিযোগিতায় ব্যস্ত থাকো “