বন্যা দেখতে এক বিদেশি গ্রামে গিয়েছিল। চারিদিকে থই থই পানি, মাঝেমধ্যে দ্বীপের মধ্যে দু’একটা বাড়ি,
দৃশ্যগুলো বিদেশীটা নিজের. অজান্তেই উপভোগ করছিল। পৌষ মাস, কারো সর্বনাশ,
একেই বলে!
কিছুটা রাস্তা কাদামাটি ঘেরা ছিল,বিদেশি টা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল।
হঠাৎ একটা জোক,
তার হাঁটুর কাছাকাছি জায়গায় ঢুকে গেল।
বিদেশি জীবনেও জোক দেখে নেই। সে তার পাশের পথচারীকে জিজ্ঞেস করল,
এটা কি?
পথচারী উত্তর দিলো,
এটা একটা জোক স্যার।

হতভম্ব বিদেশি এবার বলে উঠলো,
more than half gone inside,
still it is a joke??

#

বহু আগের পড়া joke,
নিজের মত করে লেখা।
—ফারুক
4.09.22
7.20pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *