নারী যখন সবখানে
20 বছর আগের ঘটনায় হবে। জুম্মার নামাজের পর আমরা তখন আড্ডা দিতাম, শাহবাগের মৌলিতে বা সিনড্রেলা তে। সব সময় আমরা চারজন আড্ডা দিতাম, আনিস পুতুল মুলক ও আমি।মাঝেমধ্যে আলমগীরের আগমন করত। তবে পরবর্তীতে সে আসা বন্ধ করে দেয়,পুতুল ও মুলকের একতরফা ইসলামিক বয়ানের জন্য। যুগের পর যুগ চলে গেছে,
এখনো পুতুল হুক্কা হুয়া করলে, মুলক
বলে,
কেয়া হুয়া!
একদিন আলমগীরসহ আমরা আড্ডার পরে বাংলা একাডেমী তে গেলাম,তখন একুশে বইমেলা চলছিল। চারিদিকে সারি সারি বই। হঠাৎ আলমগীর বলে উঠলো,এমন কোন বই আছে কিনা,
যার প্রচ্ছদে নারীর ছবি নাই!
আমরা অনেক ঘাটাঘাটি করলাম, বইয়ের প্রচ্ছদে অনুসন্ধান চালালাম,
নারীর ছবি ছাড়া
একটি বইও পেলাম না।