কোরআন নিয়ে ষড়যন্ত্র

0

আজকের দুনিয়ায় মুসলমানদের জন্য সতর্কবাণী —
আজ মুসলমানরা নিজেদের এতদুর দেউলিয়া মনে করতে শুরু করেছে যে ,
নিজেদের দ্বিনের সত্যতা,যথার্থতা যাচাইয়ের জন্য ইহুদি-খ্রিস্টান,
অনেক সময় নাস্তিকের সার্টিফিকেট পাওয়ার আশা পোষণ করে।
এমনকি আমাদের মধ্যে মতভেদ সৃষ্টির উদ্দেশ্যে অমুসলমানদের ক্ষুরধার লেখনী, সুচতুর বক্তব্যের মাধ্যমে কুরআন-হাদীস ও আমাদের ইতিহাসের উপর,
যে হামলা তারা চালিয়েছে ;
আমরা তা মনোযোগ দিয়ে পড়ছি ও শুনছি এবং অনেক সময় তা গ্রহণও করছি।
ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের বাচ্চাদের অমুসলমানদের কাছে পাঠাচ্ছি এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভ্রান্তিমূলক যে জ্ঞান নিয়ে তারা ফিরে আসছে ,
তার প্রভাবে পড়ে আমরা নানা সন্দেহ-সংশয় নিপতিত হচ্ছি।

কেন আমরা ভুলে যাই যে এই কোরআনই হচ্ছে আল্লাহর পাঠানো অপরিবর্তিত কিতাব,
এর উত্তরাধিকারী একমাত্র মুসলমানেরাই,
মোমেনরাই এর ব্যাখ্যা দেয়ার অধিকার রাখে।
অন্য কারো ব্যাখ্যা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত।
যেহেতু তাদের বক্তব্যের সাথে তাদের হৃদয়ের কোন সম্পর্ক নেই, নেই প্রাণের সংযোগ,
তারা এর বক্তব্যের সাথে মনেপ্রাণে ভিন্নমুখী।
কোরআনের প্রভাব বলয়ের বাইরে থাকতে ও মানুষকে এর সংস্পর্শ থেকে দূরে ঠেলে দিতে তারা দিবারাত্র চিন্তা করছে।
অতএব কুরআন সম্পর্কিত তাদের যাবতীয় বক্তব্য,
বিভ্রান্তি সৃষ্টিকারীও উদ্দেশ্যপ্রণোদিত।
**সাইয়েদ কুতুব শহীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *