ফরজ নামাজ,
নফল নামাজ
Thumb rule মেনে চললই হয়।
ফরজ নামাজ সঠিকভাবে আদায় করতেই হবে।
কোনো কাজা হয়না।
ঘুমিয়ে থাকলে বা
ভুলে গেলে অন্য কথা।
বিনা ওজরে
এক রাকাত ফরজ নামাজের জন্য হাজার দিনের শাস্তি ধরা হয়েছে।
ব্যাপারটা ভালভাবে বুঝার চেষ্টা করতে হবে।
রুগ্ন অবস্থায়ও
ফরজ নামাজ পড়তে হবে। প্রয়োজনের তায়াম্মুম করতে হবে।
যদি এমন অবস্থা হয়,
ওযু করার সুযোগ নাই,
তাইমুম করার সুযোগ নাই,
তবুও ফরজ নামাজ আদায় করে ফেলতে হবে।
চলন্ত গাড়িতে বা প্লেনেও
ফরজ নামাজ আদায় করতে হবে। সফরে কসর পড়তে হবে এবংদুই নামাজ একত্র পড়ার বিধান আছে।
বাকি সমস্ত নামাজ,
নফল এর অন্তর্ভুক্ত।
আমাদের নবীজি যে,
নফল নামাজ পড়েছেন,
তাকে আমরা সুন্নত বলি।
নফল নামাজের মর্তবা অনেক।আল্লাহ জান্নাতে উঁচু উঁচু মহল তৈরি করে দিবেন,
রয়েছে আরো অজানা সব উপহার।
নফল নামাজ,
নিজের সময় ও
সুবিধা মত,
যত রাকাত ইচ্ছা আদায় করতে
কোন বাধা নেই।
*আমার বক্তব্যে
যদি কোন ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিতে হবে।