চাই চাই চাই সব চাই
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার বিশ্বাস।
আমরা নিজের কি আছে সেটা হিসাব না করে ,
আমার কি নাই সেটাই বারবার ভাবতে থাকি। পৃথিবীতে পাওয়ার মত
হাজার খানেক প্যারামিটার বিদ্যমান, হয়তো আরো অনেক বেশি। প্রত্যেকের ভাগ্যে কিছু কিছু প্যারামিটার অবশ্যই জুটে যায়, কেহ কেহ অনেক অনেক বেশি পায়। কিন্তু যতটুকু দরকার ততটুকু অনেকেই পায় কিন্তু তার মূল্য সে দিতে পারে না,
না পাওয়ার ব্যথায় ভুগতে থাকে।
একটা কথা প্রচলিত আছে,
সেই বেশি চায়,
যার আছে ভুরি ভুরি।
হয়তো আমরা সকলেই সম্পদশালী হতে চাই। কিন্তু আমরা কেউই জানি না
আমরা কতখানি সম্পদ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন,
এক পাহাড় স্বর্ণ দিলে মানুষ দ্বিতীয় পাহাড়ের দিকে তাকিয়ে থাকবে ,
মানুষের পাওয়ার লিপ্সা কখনো কমে না।
তাই যার কম আছে সে আরো বেশি চায়, যার অনেক আছে,
আরো বেশি বেশি চায়।
হাদিসে বলে,
অল্প তুষ্টির মত এত বড় মহাগুন আর কোন কিছুই নাই।
যা আছে তাই নিয়ে যে সন্তুষ্ট থাকে
অল্পে তুষ্ট থাকে ,
সে সোনার মানুষ,
সে শান্তি খুঁজে পায় এই নশ্বর পৃথিবীতে।
সূরা তাকাছুরে
আল্লাহ বলেন,
প্রতিযোগিতা করে সম্পদ অর্জন করতে করতে মানুষ,
কবরে পৌঁছে গিয়ে শান্ত হয়।