একজনের উপর আরেকজনের হক আছে। পথের সাথী
তারও হক আছে।
একজন বন্ধুর উপর আরেকজন বন্ধুর ও‌হক আছে।
এসব ব্যাপারে আমাদের ধারণা ও বিশ্বাস অস্পষ্ট।
আমরা মনে করি
পিতা-মাতা ভাই বোন
ছেলেমেয়ে আত্মীয়-স্বজন ই কেবলমাত্র হকদার।
তাই প্রতিটি অবস্থানে থেকেই আমাদেরকে হক আদায় করতে হবে।
বন্ধুত্বের হক নিভানোর জন্য ই আমি মাঝেমধ্যে কিছু লেখা পোস্ট করি যেটা আমি বিশ্বাস করি।
সেই জিনিস বলি না বা সেই জিনিসের আলোচনা করি না, যেটা আমার জীবনে আমি করতে পারিনা।
ইঞ্জিনিয়ারিং পাশ করার জন্য আমরা যে পড়ালেখা করেছি যত বই পুস্তকের সাহায্য নিয়েছি কিন্তু আল্লাহকে বুঝার জন্য আমরা তার এক পারসেন্ট সময় ও ব্যয় করি নাই কখনো। এক পারসেন্ট
সময় ব্যয় করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেমন হাসিল করা অসম্ভব,
সেরকমই আল্লাহর ঐশী বাণী বুঝা,
কোরআন বুঝাও অসম্ভব। অধিকাংশ মুসলমানই মাওলানা
মোল্লার উপর ডিপেন্ড করে, তাদের বয়ান শুনে ইসলাম বোঝার চেষ্টা করে। কেবলমাত্র শুনে শুনে ইসলাম বুঝে সম্ভব নয়। কোরআন শরীফে বারবার চিন্তাশীলদের কথা উল্লেখ করা হয়েছে। কুরআন বারবার পড়তে হবে চিন্তা ভাবনা করতে হবে গবেষণা করতে হবে
তখনই কোরানের সঠিক মর্মার্থ বুঝা সম্ভব। আমরা অধিকাংশই আখেরাতকে
একটা ছেলে খেলা মানে করি, বিশ্বাস করি কিন্তু একিন করি না।
আমাদের এই বিশ্বাসটা বাঁশের সেতুর মতোই ভঙ্গুর ও নড়বড়ে।দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে দুনিয়ার পিছে ছুটতেছি,
এই দুনিয়া ক্ষণিকের জন্য আমাদের জীবনে এসেছে
অনন্ত জীবনটা আখেরাতেই কাটাতে হবে
সেটা আমরা বেমালোম ভুলে গেছি।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন,
সকলের মধ্যে ঈমানের সৃষ্টি করুন ,
আমাদেরকে ক্ষমা করে দিন , তোমার এক নাম গাফফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *