এইতো জীবন
জীবনের একটা আদর্শ রূপ আছে
ছোটবেলায় যেটা আমরা হয়তো শুনেছি হয়তো পড়েছি হয়তো বিশ্বাস করেছি।
সংসার সুখের হয় রমণী গূনে,
সংসার সুখের জন্য দুটি সন্তানই যথেষ্ট।
এখন সুখের পায়রা খুঁজতে খুঁজতে
আমরা জীবন যন্ত্রের ঘূর্ণিপাকে প্রতিমুহূর্তে ঘূর্ণায়মান।
কবি বলেন ,
গরিবের প্রেম জানলা দিয়ে পালিয়ে যায় অভাবের তাড়নায়।
পূর্ণিমার চাঁদের সৌন্দর্য গরিব দেখতে পায় না,
সে ভাবে
পূর্ণিমা চাঁদ যেন একটি ঝলসানো রুটি।
বড়লোকের আবার শান্তির পায়রা দেখতে পায় না, ভেড়ারপাল গুনে গুনে যখন ঘুম আসে না,
তখন ঘুমের ওষুধ।
একসময় তো মানুষের চিন্তায় গাড়ি-বাড়ি নারী ,
সবকিছু শান্তির মূল উৎস মনে হতো।
তাই টাকা অর্জনের জন্য ইঁদুর দৌড় শুরু হয়
সবাই পিরামিডের উপরে্য চুড়ায় উঠতে চায়।
কারণ মনে হয় সুখের পায়রাটি পিরামিডের ঐ চূড়ায় বসে আছে।
তবুও জীবন থেমে নাই
ঢেউয়ের তালে তালে
চলতে থাকে জীবন,
জীবন প্রবাহমান,
আবার নতুন প্রজন্ম স্বপ্ন দেখা শুরু করে।