পৃথিবীর এত বৈচিত্র্যময়

0

পৃথিবীর এত বৈচিত্র্যময় দেখেই তো এত মজা আবার মজার সাথে সংঘাত আবার সংঘাতের সাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা।
তৃতীয় বিশ্বের জীবনযাত্রা যেমন কোন অংক মেনে চলে না,
সবচেয়ে খারাপ জিনিসটাও ঘটতে পারে আবার সেই জন্য,
দুচিন্তায় কপালের ভাঁজ যে পড়ে আছে তাও নয়।
বন্যার কোমর পানি দিয়ে হাঁটতে হাঁটতে হেসে হেসে গান গায় এ দেশে লোকেরা।
ঋণ খেলাপীরা, কালোবাজারি রা, ইত্যাদি রা
অগাদ
সম্পদের মালিক হয়েও ঘুমের ওষুধের কাছে ধর্ণা দিতে হয়।
মনে পড়ে, ১৯৯৫ সনে এক
ভিক্ষুককে ৫০ টাকা দিয়েছিলাম,
বয়স্ক ভিক্ষুক দাঁত বের করে হেসে বলল,
আজ মুরগি দিয়ে ভাত খামু।
একটা বিরাট বৈচিত্র্যময় জীবনযাত্রা তৃতীয় বিশ্বের মানুষগুলো, টক ঝাল মিষ্টি। ধনাঢ্য ব্যক্তি গুলো ফাইভ স্টার ,
হোটেলেও কি ওই ভিক্ষুক টির মত মজা করে মুরগির ঝোল
খেতে পারবে?
সম্পদশালী ব্যক্তিদের জীবন কাহিনী সরলরেখায় চলে,,
তাই ওখানে গল্প খুবই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *