রূপকার
একজন স্বপ্ন দেখে আরেকজন স্বপ্ন বাস্তবায়ন করে।
আবার একটি লোক স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না তার সাথে অনেকগুলো লোক,ও থাকে।
উড়োজাহাজ আবিষ্কার এর রূপকার হচ্ছে রাইট ব্রাদার্স ।
মানুষই স্বপ্ন দেখেছে আকাশে উড়ার জন্য। উড়োজাহাজ
সৃষ্টির স্বপ্নদ্রষ্টা হচ্ছে মানুষ।
শাহজাহান তাজমহলের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ২২ হাজার লোক বিশ বছরের পরিশ্রমে তাজমহলের নির্মিত হয়েছে।
এই কর্মযজ্ঞ সমন্বয় করার জন্য অবশ্যই পিছনে একটি লোক ছিল,
সেই রূপকার। যদিও ইতিহাস তার নাম কি বলে না। একটা স্বপ্নের বাস্তবায়ন যে করে সেই রূপকার আর
যে স্বপ্ন দেখে সে হলো স্বপ্নদ্রষ্টা। রূপকার কখন,,ও এককভাবে স্বপ্নের বাস্তবায়ন করাতে পারে না। স্বপ্ন একাই দেখা যায় কিন্তু রূপকার একাই কাজ করতে পারে না
তার পিছনে বা তার সাথে অনেক লোকের প্রচেষ্টা বিদ্যমান থাকে।
যে কোন কর্মযজ্ঞের সম্মুখসারির লোকদের সমবেতভাবেও রূপকার হিসেবে আখ্যায়িত করা যায়।
কিন্তু ইতিহাস ঘাটাঘাটে করলে , স্বপ্ন দ্রষ্টার নাম পাওয়া যায় কিন্তু রূপকারের নাম অবহেলিত এবং বিস্মৃতির আধারে হারিয়ে গেছে।