কোকিল কন্ঠে ভালোবাসার কথা বলা যায় —
ভালোবাসা কারে কয়?
এটা জীবন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো প্রথমে,
পরে ভালোবাসার কথা বল।
ভালোবাসা তোমরা জানো না। ব্রেকআপ ব্রেকআপ করেই তো জীবনটা কাটিয়ে দিচ্ছো একজনকে ছেড়ে আরেকজনকে ধরছো আর জীবন উপভোগ করার চেষ্টা করছো মরীচিকার মতো
জীবন তোমাদের ধরা দিবে
কিভাবে?
জীবনকে ধরতে হলে জীবনের কাছে ছুটতে হবে জীবনের কাছে। বর্তমানে
যে সমাজে আমরা বসবাস করছি, বান্ধভহীন পরিবেশে
সেটাকে কি জীবন বলে? বলতে পারবেন আপনার পাশের ফ্ল্যাটটিতে কে থাকে?
পাশের ফ্লাটের কারো মৃত্যু হলে ওখানে কি আপনি যান সমবেদনা জানাতে!
নিজেকে সম্মান কর
এবং যাদের ভালবাসে তাদের সম্মান করতে শেখো। ওদের জন্য স্বার্থত্যাগ করতে শেখো।
যদিও নিঃস্বার্থ ভালোবাসা এখন ডুমুরের ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *