স্বপ্নের সাথে বাস্তবতার সংঘর্ষ ০২
সাধারণত স্বপ্ন দেখে সাধারন মানুষ অনেক সময় আবার অধিকাংশ স্বপ্ন দেখেন
বড় বড় রাজা মহারাজরা বড় বড় রাষ্ট্রনায়করা। স্বপ্নের রূপকাররা হয়তো সাধারণ নন কিন্তু তারা অসাধারণ নন। তারা রাজা বাদসা নয়।
তাই পার্থক্যটা অনেক বড়।
তাই ইতিহাস তাদের কথা বলে না, ইতিহাস তাদের মনে রাখেনা।
ইতিহাস বলে কুতুব মিনার বানিয়েছেন কুতুবুদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবিক কি হাতুড়ি শাবল দিয়ে কুতুব মিনার নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন? কখনই নয়। উনি রাজভান্ডারের স্বর্ণ মুদ্রা খরচ করেছিলেন। স্বপ্নটা উনিই দেখেছিলেন। রূপকার উনি নন।
রূপকার অজানা। দিল্লি টুরিস্ট গাইডরা
বারবার আপনাকে বলবে
কুতুব মিনার বানিয়েছেন
,, কুতুবউদ্দিন আইব্যাক।
তাজমহল বানিয়েছেন শাহজাহান। তাজমহলের গায়ে মনিমুক্তাগুলো শাহজাহান নিজেই খচিত করেছেন। এটা কি বিশ্বাসযোগ্য? আসলে সবকিছুই রূপকার ও তার সহকারীদের কাজ। তাদের ভাগ্যে কথাটির নাম মেলে।
আইফেল টাওয়ার আইফেল কোম্পানির কর্নারধার আইফেল।
এখানে রূপকারের কথা আমরা নাম জানতে পারলাম।
সিলেট শহরের গৌরব সেই সুরমা নদীর উপরে সেই লোহার সেতুর নাম কিনব্রিজ ।
এখানে কিন নামক ইঞ্জিনিয়ার,
রূপকারে নাম পাওয়া গেল।
রূপকাররা কোথাচিত দৃশ্যপটে হাজির হন।
ইতিহাসে যে স্বপ্ন দেখে
তার জয়জয়কার।