স্বপ্নের সাথে বাস্তবতার সংঘর্ষ–01

0


পাখিকে আকাশে উড়তে দেখেছে সে স্বপ্ন দেখেছি একদিন সে আকাশে উড়বে পাখির মত কিন্তু সেজন্য যুগের পর যুগ চলে গেছে যতক্ষণ না, রাইট ব্রাদার্সের জন্ম হয়। ওরাই যুগ যুগের মানুষের স্বপ্নের
বাস্তবায়ন করলো ,
আমরা উড়োজাহাজের দেখা পেলাম।
যারা স্বপ্ন দেখেছেন তারা স্বপ্নের বাস্তবায়ন কখনো করতে পারেন নাই !
বাস্তবায়ন করেছেন অন্য আরেকজন
যাকে স্বপ্নের রূপকার বলা যেতে পারে। শাজাহান তাজমহলের
স্বপ্ন দেখেছিলেন এবং লাখ লাখ স্বর্ণমুদ্রা দিয়ে তাজমহল তৈরি করেছেন
সেটাই আমরা সবাই জানি । তাজমহল তৈরি করার
রূপকার কে
তা আমরা জানিনা
ইতিহাস এখানে নীরব। ভালো ও জমকালো
পোশাক পরিচ্ছদ না থাকলে, কোথাও সম্মান পাওয়া যায় না, ১০০০ বছর আগে শেখ সাদীর সাথে এরকমটাই ঘটেছিল। গল্পটা আমরা কমবেশি জানি। মে স্বপ্ন দেখে
আর যে স্বপ্ন বাস্তবায়ন করে, দুজনের মধ্যে আকাশ-পাতাল ফারাক থাকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *