মন খারাপ করে তাকওয়া মসজিদের একটি চেয়ারে
বসে আছি। কাঠের বাক্সে আমার স্যান্ডেলটা নেই। আমার খুব শখের স্যান্ডেল,
স্যান্ডেল সু। খুব নির্ঝঞ্ঝাট স্যান্ডেল,
খুলতে ও পরতে
তেমন অসুবিধা হয় না কখনো। এরকমটা
সব সময় ঘটে না।কারণ দামি ব্র্যান্ডেড হাসপাপ্পির একটি কালো সেন্ডেল আছে, খুব কমই পরি,খোলা পরার ঝামেলার জন্য।
এই তাকওয়া মসজিদে,
এর আগে আমার
দুইজোড়া স্যান্ডেল চুরি হয়েছে।
গত ২৫ বছরে বিভিন্ন মসজিদে আমার ৩৫ জোড়া সেন্ডেল,জুতা চুরি হয়েছে।
মসজিদের চেয়ারে থম হয়ে
বসে হঠাৎ দেখলাম,
একটা বক্স এখনও দেখা হয় নি।ওটাতে তো থাকতে পারে!
সত্যি
ওটাতেই সেন্ডেল জোড়া।
মনটা খুশিতে বাকবাক করে উঠলো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *