সিলেটের স্মৃতিপটে লেখা ইতিহাস-১ম পর্ব

0


দুর্গাকুমার পাঠশালা। বন্দরবাজারে লালকুঠি সিনেমা হলের পাশে এই পাঠশালাটি অবস্থিত ছিল। বর্তমানে দুর্গাপূজার পাঠশালাটি কেমন আছে বা কোন অবস্থায় আছে, তার কিছুই আমি জানি না।
পাঠশালার পর সিলেট গবর্ণমেন্ট পাইলট হাইস্কুলে পড়িছি ক্লাস সেভেন পর্যন্ত, দীর্ঘ ছয় বছরের সোনালী দিনগুলোর সোনালী স্মৃতির ভিড়ে মাঝেমধ্যে নিজেকে হারিয়ে ফেলি এখনো।
কিন্তু ভাগ্যের পরিহাস 1974 এর পর সিলেটে আর আমার যাওয়া হয়নি।
দুর্গাপূজার পাঠশালায় সহ-পঠি সদা,
ব্যতীত আর কারো কথাই মনে পড়ে না। ক্লাসে তখন অনেক হাতের লেখা লেখাতো,
সদা সত্য কথা বলিবে। সেজন্যেই সদা ছেলেটিকে মনে আছে ঝাপসা ঝাপসা! কারন আমি তখন ভেবেছিলাম সদা নামের ছেলেটি কে কেবল সত্য কথা বলিতে হইবে।
জীবনের সন্ধ্যাবেলায় হঠাৎ জানতে পারলাম আমার বুয়েটের সহপাঠি আনহার ও দুর্গা কুমার পাঠশালায় পড়েছিল।
ক্লাস ফোরে সিলেট গভমেন্ট স্কুল থেকে ছাত্রদের পাঠানো হত রেডক্রসের জন্য চাঁদা তোলা, গ্রুপে গ্রুপে।আমরা আলপিন দিয়ে রেডক্রসের ছোট্ট একটা স্টিকার পকেট এ লাগিয়ে দিতাম।।
চলবে—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *