বাহাদুরাবাদ ঘাটে ঝাপসা ঝাপসা স্মৃতি আছে খাবার খাওয়ার।৬৮-
৭০এ,
স্টিমারেও বেশ আহামরি খাবার পাওয়া যেত।
সে রকম বেশ কিছু স্মৃতি মনের ভিতরে আনাগোনা করছে।
মনের গহীন থেকে উঁকি মারছে।
১৯৬৮বা ,৬৯ এ,
একবার ঢাকায় আসার সময়, স্টিমারে,
এক সিনিয়র ভাই এর সাথে খুব সখ্যতা হয়েছিল,
কৌশলে আমার একটা নতুন শার্ট নিয়ে ধার নিয়েছিল।সিনিয়র ভাইটি অনেক স্মার্ট ছিলও নানা কথা বলে বলে আমাদের মজা দিচ্ছিল।
তার কিছু কিছু কথা এখনো মনে পড়ে,
my shirt is on dirt.
এরকম কিছু।
অঙ্গীকার করেছিল একটি নির্দিষ্ট দিনে নিউমার্কেটের বলাকা গেইটে এসে আমার শার্টটা ফেরত দেবে।
যদ্দুর মনে পড়ে,
শার্টটার রং ছিল নীল, একবারে আনকোরা নতুন ।
নির্দিষ্ট দিনে শার্ট টি নিয়ে,
সে বলাকা গেটে আসে নাই। নতুন শার্ট হারানোর অনেক বেদনাদায়ক স্মৃতি সেই সময়কার প্রেক্ষাপটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *