ইতিহাসের প্রত্যক্ষদর্শী
অতীত ঘটনাবলীর ব্যবচ্ছেদ একেকজন একেকভাবে করে।
কোনটা সঠিক ইতিহাস,
কোনটা অসত্য,সেখানে এখন ধুম্রজাল,
সেটাকে ছলে-বলে-কৌশলে বিতর্কের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
আমাদের অনেকের চোখের সামনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যাহা এখন ইতিহাস। আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম।
এখন আমরা যা শুনছি বা যেভাবে ইতিহাস লেখা হচ্ছে ;
মনে হচ্ছে আমরা যা দেখেছি তা ছিল, ভুল,
যা শুনেছি তাও ভুল!
হয়তো তখন আমাদের মতিভ্রম ঘটেছিল।
এত অল্প সময়ের মধ্যে ইতিহাস যে,
অন্য রাস্তা দিয়ে চলা শুরু করবে তা একসময় কল্পনাতীত ছিল।
বর্তমান প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থেকে গেলাম। তাদের চোখে কুয়াশার বেষ্টনী দিয়ে দেওয়া হচ্ছে, যেন সত্যি ইতিহাসটা বুঝতে না পারে।
তাই আমাদের ইতিহাস নিয়ে আলোচনা নিভৃতে করাই উত্তম।