দুনিয়া
পানি যতক্ষন নৌকার নিচে থাকে ততক্ষণ ই নৌকা নিরাপদ। পানি
পর্যাপ্ত হয়ে নৌকার উপরে উঠতে শুরু করলেই বিপর্যয়,
এক পর্যায়ে নৌকা ডুবে যায়।
এই পানি হচ্ছে রূপক অর্থে আমাদের দুনিয়া।
আমরা যদি দুনিয়া দুনিয়া করে সম্পদের পাহাড় গড়ে তুলি, আমাদের সমস্ত সময়টা ওই কাজেই ব্যয় করি,
তখন ওই অফুরন্ত সম্পদ
কখনো কখনো বিষের মত হয়ে যায়,
আমাদের সমস্ত ভাল কর্ম ধ্বংস করে দেয়।
দুনিয়া দুনিয়া করে অতিরিক্ত বিমোহিতও মোহগ্রস্ত
হলে,
দুনিয়া ও আখেরাত,
উভয়ই ধ্বংস হয়।।
আমাদের পিপাসা নিবারণের জন্য কখনও এক গ্লাস কখনো দুই গ্লাস পানির দরকার হয়।
ইচ্ছা করলেই আমরা দশ,
বার গ্লাস পানি খেতে পারব না —-
তদ্রুপ সুস্থভাবেও সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য,
যতটুকু দুনিয়া দরকার,
সেটাই অন্বেষণ করা,
বুদ্ধিমানের কাজ।
কারণ আখেরাতে নাজাত পাওয়ার জন্যও
আমাদের অনেক সময় ব্যয় করতে হবে, শুধু দুনিয়ার পিছনে ঘুরে সমস্ত সময়টা
ব্যয় করে দিলেই তো চলবে না!
এমনটা করলে জীবনের সামষ্টিক যোগফল হবে একটা বিরাট শূন্য!!