Ritual versus Ritual
ইবাদত বা উপাসনা’র
প্রথম দাবি হচ্ছে ইবাদত কি,
তা,
পূর্ণাঙ্গ ভাবে বুঝার চেষ্টা করো।
নামাজ রোজা হজ্ব জাকাত এগুলো অবশ্যই এবাদত,
আমরা সবাই তা জানি।
কিন্তু সকালে ঘুম থেকে উঠা,
রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত;.
যেই সময়কাল —-ওই সময়কালের প্রতিটি কাজই ইবাদত,
যদি তা আল্লাহর আদেশ-নিষেধ
মান্য করে করা হয়।
সততা ও হক আদায় করে চাকরি করাটা ও ইবাদত ;
সততা ও হক আদায় করে ব্যবসা করাটাও একটা ইবাদত।
নবীজির মজলিসে এক সাহাবীর আসতে দেরি হচ্ছিল,
আসার পর নবীজি জিজ্ঞেস করেছিলেন,
তোমার দেরি হওয়ার কারণ কি?
স্ত্রীর সাথে সহবাস করছিলেন বলে তার আসতে বিলম্ব হয় ;
তাই সে বলে উঠলো;
আমি এক ইবাদত ছেড়ে আরেক ইবাদতের দিকে এসেছি।
নবীজি বিষয়টি বুঝতে পেরে হেসে উঠলেন।
ইসলামের প্রতি অবিচল বিশ্বাস এর প্রথম দাবি হচ্ছে তাগুত কে ঘৃণা করা।
আমরা যে সমাজে বা যে দেশে বসবাস করছি, সেখানে তাগুদের জয়জয়কার। এটা আমাদের সর্বান্তকরণে বুঝতে হবে এবং তাগুতকে পরিহার করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সদা সচেষ্ট থাকতে হবে।
একজন মুসলমানের সর্বোত্তম গুণাবলী হচ্ছে সত্যবাদিতা ও সততা। ।ওই দুটি গুণাবলি ধারণ করতে পারলে অন্যান্য গুণাবলী, চুম্বকের মত আকর্ষিত হয়ে
একজন মুসলমানকে পাহাড়া দিবে।