ভয়ানক ও দুর্ধর্ষ সত্য কথা
এমনটি ঘটছে আমাদের দেশে।
আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। তারা যা শুনাতে চায়,
তাই আমরা শুনছি।
তারা যাকে ইচ্ছা হিরো বানায়, যাকে ইচ্ছা সন্ত্রাসী বানায়,
আবার আদর করে সন্ত্রাসীকে গানম্যান বলে!
আমরা এক গোলকধাঁধার মধ্যে বসবাস করছি,
মিডিয়া আমাদেরকে কান ধরে যে দিকে নিয়ে যায়,
সেই দিকেই ছুটতে থাকি —-
ঘুমের মধ্যেও অনেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায় —
আমাদের সেই দশাই হয়েছে!
আমরা জানি না,
আমরা কি ঘুমিয়ে আছি?
না জেগে আছি?
আজকের তৃতীয় মাত্রায় অবিশ্বাস্য কাহিনী শুনলাম হাইকোর্ট ওসুপ্রিম কোর্টে এ,
অ্যাপেলেট ডিভিশন ছাড়া,
অধিকাংশ বেঞ্চে বিচার ক্রয় করা যায়??
একজন তরুণ ব্যারিস্টার সাহস করে তা বলে ফেলেছেন তৃতীয় মাত্রায়।
নির্দিষ্ট বিচারপতির নাম বলেন নাই,
যদি আদালত অবমাননার হয়, এই ভেবে।
যদিও দ্বিতীয় ব্যক্তি উপদেশ দিয়েছেন,
ব্যাপারটি সরাসরি রাষ্ট্রপতির কাছে লিখে জানাতে।