বর্তমান সমাজে নেতার গুণাবলী ধরে রাখার ক্ষমতা খুব কম লোকেরই আছে।
নেতা আছে,
তবে সত্যিকারের নেতা বিরল।
গত তিন যুগ ধরে,
পৃথিবীতে কোন বড় মাপের নেতা জন্মায় নাই।
নেতার গুণাবলী কি রকম ?
এর জন্য মাথা ঘামানোর কোন দরকার নেই, দার্শনিক হওয়ারও দরকার নাই।
পৃথিবীরসর্বোৎকৃষ্ট নেতা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাহু সালাম।
উনার গুণাবলীর কয়েক ফোঁটা ধারণ করলে,
এখনকার যুগে নেতা হওয়া সম্ভব।
নেতার প্রথম গুন,
,সবচেয়ে বিরূপ পরিস্থিতিতে মুখ দিয়ে মন্দ কথা বের হয় না।
মন্দের বিনিময়,
ভালো ব্যবহার দেন,
ভালো কথা বলেন।,
তার অন্তরে মন্দের প্রতি কোন ঘৃণা-বিদ্বেষ থাকেনা।
তাই অচিরেই মন্দও
তার বন্ধু হয়ে যায়।
এভাবে আশেপাশে সকলেই তার বন্ধু হয়ে যায়।

তখনই সে একজন নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *