বন্ধু
একটি সহজ ও স্বাভাবিক সম্পর্ক।
কখনো অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
কখনো সময়ের সাথে সাথে সাথী, বন্ধু হয়ে যায়।
বন্ধুর প্রকৃত সংজ্ঞা কি?
শৈশব থেকে বন্ধুত্বের একটি সংজ্ঞা জেনে এসেছি এবং বিশ্বাস করে এসেছি ঃ
A friend in need is a friend indeed!
তাহলে যারা বিপদাপদে কাছে,
সম ব্যথায়
ব্যথিত হয়,
বন্ধু।
বন্ধুত্বের
আরেকটি সংজ্ঞা :
যাকে দেখলে মনটা খুশিতে ভরে উঠে ,
সে-ই আমার প্রকৃত বন্ধু।
বন্ধুত্ব সাধারণত দুই প্রকার হয়।
ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড
আর
কেবলমাত্র ফ্রেন্ড।
ফ্রেন্ড বা বন্ধু নিয়ে
জটিলতা নেই। তাদের সাথে আনন্দে সময় কাটানো,
আড্ডা দেওয়া,
সবই চলে।
কিন্তু বন্ধু যখন ক্লোজ হয় বা বেস্ট ফ্রেন্ড হয় ;
তখন বাঁধনহারা সুসম্পর্কের মধ্যেও কখনো কখনো জটিলতা দেখা দেয়।
কারণ ক্লোজ ফ্রেন্ড এর কাছে চাওয়া পাওয়া অনেক।
অর্থাৎ বন্ধুত্বে অলিখিত শর্ত ;
থেকেই যায়।
বেস্ট ফ্রেন্ড,
সর্বাবস্থায় আমার কথার সুরে সুর মিলাবে ,
আমার বিরুদ্ধচারন করবে না ;
আমার বিপদ-আপদে,
আমার পাশে থাকতে হবে ;
অর্থাৎ ক্লোজ ফ্রেন্ড বা
বেস্ট ফ্রেন্ড,
সোনার শিকলে,
শৃঙ্খলিত সম্পর্ক!
বন্ধুত্বের সংজ্ঞায়
হেরফের হলেই সেখানে
বন্ধুত্বে ফাটল ধরে।
যারা সাধারন বন্ধু,
তাদের ক্ষেত্রে এমনটা ঘটে না।
সাধারণ বন্ধুর কাছে,
চাওয়া পাওয়ার সীমাবদ্ধতা আছে। এখানে অল্পে তুষ্টির ব্যাপারটা ঘটে।
এখানে সোনার শিকল নেই।
শর্তের বেড়াজালে বন্ধুত্ব,
বন্দী হয় না!