ইসলামের সংস্কৃতি বদলানোর চেষ্টা

0

এটা লক্ষ্য করার বিষয় যে
প্রচন্ড চাপের মধ্যে থেকেও কাতার ,
ইসলামের ঐতিহ্য ওসংস্কৃতি বজায় রেখেই বিশ্বকাপের আয়োজন করছে।
পক্ষান্তরে সৌদি আরব ক্রমাগত
ইসলামের সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করে যাচ্ছে।
পশ্চিমাদের আদলে দেশের ঐতিহাসিক ফান্ডামেন্টাল
ইসলামের সংস্কৃতি ধীরে ধীরে বদলানোর চেষ্টা করছে।
এই ধুয়া কিছুটা হলেও
ইরানে প্রবেশ করেছে। দেশি-বিদেশে ইরানি মেয়েরা বেপর্দা হয়ে হিজাবের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে,
পশ্চিমারা এই সমস্ত কর্মকাণ্ডের স্বপক্ষে তেলমর্দন করছে।
বলতে গেলে 1400 বছর ধরেই সৌদি আরব ইসলামের ধারক-বাহক ছিল,
তাদের দিক নির্দেশনার জন্য সমস্ত মুসলিম বিশ্ব অপেক্ষা করতো।
এখান তরুণ এক রাজপুত্র (একজন হত্যাকারী)এসে সমস্ত কিছুই পশ্চিমাদের অনুসরণ,ও অনুকরণ করার চেষ্টা করছে।

উপরের প্রেক্ষাপটে কাতারের বলিষ্ঠ নীতির অভিনন্দন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *