শিক্ষা ও বিষবৃক্ষ
আমরা সবাই কম বেশি জানি বিগত ১০-১২ বছর যাবত কিভাবে শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে বদলিয়ে ফেলা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ে ইসলাম ধর্ম অনুসরীর সংখ্যা নগণ্য হয়ে গিয়েছে। কোমলমতি ছাত্রদের মগজে যা ইচ্ছা তা ঢোকানোর চেষ্টা হচ্ছে। ইসলামী মূল্যবোধের কথা, মুসলিম ঐতিহ্যের কথার বিপরীতে ভিন্ন সংস্কৃতি শিখানো হচ্ছে। আমাদের প্রজন্ম এ কোন নৌকায় চড়ে বসেছে?একটা
জাতিকে ধ্বংস করার জন্য সেই জাতির বই-পুস্তকগুলো, লাইব্রেরীগুলো পুড়িয়ে দেওয়াই যথেষ্ট। মুকোষধারীরা সরাসরি যুদ্ধ যেতে ভয় পায়, কুটকৌশলের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই ইসলামবিদ্বেষীরা ইসলামকে ধ্বংস করার সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামের মূল্যবোধের ক্ষেত্রে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয় এবং বিজাতীয় সংস্কৃতির মাহাত্ম্য ও গুনগান সারাক্ষণ মগজের মধ্যে ঢুকানোর চেষ্টা হচ্ছে।
আমাদের তৈরি থাকতে হবে, একযুগ বা দুইযুগ পরে একটা বিজাতীয় সংস্কৃতিতে ভরপুর মূল্যবোধহীন প্রজন্মের আত্মপ্রকাশ।